সংবাদপত্র বিক্রেতা বন্ধুদের জন্য প্রয়াস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রোজ ভোরে পাঠকের ঘরে পৌঁছে যান তাঁরা।হাতে থাকে খবরের কাগজ। রোজকার একই রুটিন থাকে সংবাদপত্র বিক্রেতা -বন্ধুদের। পৌঁছে দেন সময়ের কাগজ,যা ছাড়া জীবন অচল।এই বিপর্যস্ত পরিস্থিতিতে সঠিক খবরের জন্য প্রধান বিকল্প সংবাদপত্র। কঠিন পরিস্থিতির মধ্যে সংবাদপত্র বিক্রেতারা এখনও কর্তব্যে অবিচল। সূত্রের খবর,পশ্চিমবঙ্গ সংবাদপত্র বিক্রেতা সমিতির নাগের বাজার শাখার পক্ষ থেকে এবং শাখার সম্পাদক বাচ্চু দাসের উদ্যোগে সংবাদপত্র বিক্রেতা বন্ধুদের মধ্যে চাল এবং আলু বিতরণ করা হল।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পুরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মিত্র। সংবাদপত্র বিক্রেতা বন্ধুদের এই উদ্যোগের প্রশংসা করেছেন দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পাঁচু রায়।