রোদ্দুর রায়ের গ্রেফতারির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে শিক্ষকরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রোদ্দুর রায়ের গ্রেফতারির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন শিক্ষকরা। বিতর্কিত ইউটিউবার রোদ্দুর রায়ের গ্রেফতারির দাবিতে কালীঘাটে হাজির হল পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। এব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের আরজি জানালেন তাঁরা৷ সেইসঙ্গে রোদ্দুর রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় এফআইআর করেছে ওই সংগঠন।
অশ্লীল শব্দ প্রয়োগ করে রবীন্দ্র সংগীত ও নজরুলের গান গেয়ে বর্তমানে বিতর্কের শীর্ষে রোদ্দুর রায়। সম্প্রতি রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে পিঠে রবীন্দ্র সংগীতের অশ্লীল প্যারোডি লিখে শোরগোল ফেলে দিয়েছেন কয়েকজন তরুণী। গোটা বাংলায় যেন ঝড় উঠে গিয়েছে, আর সেই ঝড় তোলার নেপথ্য তাঁরই হাত রয়েছে বলে মনে করছে সংস্কৃতি মহল৷ মঙ্গলবারই রোদ্দুর রায়ের বিরুদ্ধে বেলেঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা। প্রতিটি জেলার মুখ্য থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে৷ মামলাও দায়ের হয়েছে রোদ্দুর রায়ের নামে৷ বৃহস্পতিবার সকালে ফের কালীঘাট থানায় এফআইআর করেছেন পশ্চিমবঙ্গ শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সদস্যরা৷ সেইসঙ্গে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে রোদ্দুর রায়ের গ্রেফতারের দাবিও জানিয়েছেন তাঁরা৷