স্টেট ব্যাঙ্কে ফিরল জিরো ব্যালেন্স সুবিধা,কমল গৃহ ঋণের কিস্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রাহকদের জন্য সুখবর। জিরো ব্যালেন্স একাউন্ট ফিরিয়ে আনল এসবিআই। একই সঙ্গে গৃহঋণে ও কমালো কিস্তির হার। একই সঙ্গে উঠে গেল এসএমএস চার্জ। অন্যদিকে সেভিংস ব্যাঙ্ক একাউন্টে তার কমালো সুদের হার। এমনকি মেয়াদি আমানতেও তা কমানো হয়েছে।