Partha ChatterjeePolitics 

রাজ্যসভায় পঞ্চম আসনেও কি তৃণমূলের প্রার্থী:জোর জল্পনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যে নাটকীয় হয়ে উঠল রাজ্যসভার নির্বাচন৷ পার্থ চট্টোপাধ্যায়ের স্পষ্ট ইঙ্গিত, রাজ্যসভার পঞ্চম আসনে নির্দল প্রার্থী দিতে পারে তাঁর দল। তাই যদি হয় তাহলে সংসদের উচ্চকক্ষে বাম-কং জোটের একমাত্র প্রতিনিধিকে পাঠানোর পথে প্রবল সমস্যা তৈরি হবে বলেই মত রাজনৈতিক মহলের। আগামী ২৮ মার্চ রাজ্যসভার পাঁচটি আসনে ভোট হবে। বিধায়ক সংখ্যার নিরিখে তৃণমূলের চার প্রার্থীরই জয় সুনিশ্চিত৷ বুধবার তৃণমূলের সুব্রত বক্সি ও দিনেশ ত্রিবেদি মনোনয়ন দিলেও বাকি রয়েছেন মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ। কংগ্রেস ও বামেদের জোট প্রার্থী হয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বাম-কংগ্রেস জোটের পক্ষেও তাদের প্রার্থীকে জেতানো অসম্ভব নয়। কারণ, দলছুটদের বাদ দিলেও জোটের বিধায়ক সংখ্যা ৫১। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একটি মন্তব্যে ভোটাভুটির ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, বুধবার তিনি বলেন ‘আমাদের দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, আগামীকাল আরও তিনজন মনোনয়নপত্র জমা দিতে পারেন। কোনও নির্দল প্রার্থীকেও সমর্থন করতে পারি আমরা। এখনই কিছু বলা যাবে না’।

Related posts

Leave a Comment