iron rain planetBreaking News Enviornment World 

উত্তপ্ত নয়া গ্রহের সন্ধান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সারাদিন বৃষ্টির মতো ঝড়ে পড়ছে লোহা। সেই গ্রহ থেকে পৃথিবীতে আলোর রেখা এসে পৌঁছেতে সময় লাগে প্রায় ৬৪০ বছর। এমনই উত্তপ্ত গ্রহের সন্ধান পেলেন সুইজারল্যান্ডের একজন গবেষক ও জ্যোতির্বিজ্ঞানী। জেনিভা বিশ্ববিদ্যালয়ের ওই জ্যোতির্বিজ্ঞানী দাবি করেছেন, ওই গ্রহে প্রচুর পরিমাণে ধাতব উপাদান রয়েছে। যা তাঁরা লোহা বলেই অনুমান করছেন। চিলির আটাকামা মরুভূমিতে ইউরোপিয়ান সাদার্ন অবজারভেটরি (ই এস ও) হাই-রেজোলিউশন স্পেকট্রোগ্রাফ, এসপ্রেসো থেকেই এই অতিকায় গ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। বিজ্ঞান পত্রিকা নেচারে নতুন আবিষ্কৃত এই উত্তপ্ত গ্রহের গতি-প্রকৃতি প্রকাশিত হল। জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করছেন, সৌরমণ্ডল এই বিশালাকার অতি উত্তপ্ত গ্রহের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য সামনে আসবে। আরও জানা গিয়েছে, লোহা ঝড়ানো গ্রহের নাম ডব্লুএএসপি-৭৬বি। এটির গড় তাপমাত্র ২,৪০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রায় প্রায় সব ধরনের ধাতু গলে বাষ্পীভূত হতে পারে। এই গ্রহে এমনটাই হচ্ছে বলে জ্যোতির্বিজ্ঞানীদের মত।

Related posts

Leave a Comment