tiger woodsBreaking News Sports World 

সেরা স্বীকৃতি টাইগার উডসের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সম্মানিত হলেন উডস। বিশ্ব গল্ফ হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন টাইগার উডস। ১৫টি মেজর চ্যাম্পিয়ন ও প্রাক্তন বিশ্বসেরা উডস এই স্বীকৃতি পেলেন। এই বিশ্বমানের সম্মান পাওয়ার পর টাইগার উডসের মন্তব্য, “খুব সম্মানিত বোধ করছি। গত ১ বছর অসাধারণ গিয়েছে। পরিবার, বন্ধু-বান্ধব ও সমর্থকরা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তাতে আমি মুগ্ধ।” এ বিষয়ে তিনি আরও জানিয়েছেন, হার না মেনে এগিয়ে যাওয়ার স্বীকৃতি হল এই সম্মান।

Related posts

Leave a Comment