everest china sideBreaking News Enviornment World 

এভারেস্ট অভিযানে নিষেধাজ্ঞা চিনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনার জেরে এভারেস্টে নিষেধাজ্ঞা। নোভেল করোনা ভাইরাস সতর্কতায় এভারেস্টে ওঠার অনুমতিও বাতিল করল চিন প্রশাসন। এভারেস্ট অভিযানের অনুকূল পরিস্থিতি তৈরি হয় বসন্তের এই সময়ে। বিশ্বব্যাপী করোনার প্রভাবে শেষ পর্যন্ত বাতিল করে দিতে হল এভারেস্ট অভিযান। উল্লেখ্য, গত বছর ৮৮৫ জন পর্বতারোহী এভারেস্ট শৃঙ্গে উঠেছিলেন। চিন এভারেস্ট অভিযান বন্ধ করলেও নেপালের পথ এখনও খোলা রয়েছে।

Related posts

Leave a Comment