হাওড়ায় দেশের মধ্যে প্রথম হোসিয়ারি পার্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের মধ্যে প্রথম হোসিয়ারি পার্ক গড়ে উঠলো হাওড়ার জগদীশপুরে। এই উদ্যোগের সমস্ত পরিকাঠামোই তৈরি। এই পার্ক সম্পূর্ণভাবে তৈরি হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও হবে বলে জানিয়েছে রাজ্য। দেশের মধ্যে প্রথম দৃষ্টান্তমূলক এই হোসিয়ারি পার্ক প্রসঙ্গে অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, মাত্র ২০ হাজার টাকা ভাড়ায় এখানে জমি পাবেন শিল্পোদ্যোগীরা। এই মডেলকে দেশের সামনে দৃষ্টান্ত হিসেবে তুলে ধরাই রাজ্য সরকারের লক্ষ্য। এই কর্মসূচি থেকে প্রায় ১২ হাজার কোটি টাকার বিনিয়োগ নিশ্চিত করা হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রত্যক্ষভাবে ১ লক্ষ এবং পরোক্ষভাবে আরও প্রায় ২ লক্ষ মানুষের কর্মসংস্থানের ইঙ্গিতও দিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।