ranji trophyBreaking News Sports 

রঞ্জিতে স্বপ্নভঙ্গ হল বাংলার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দরকার ছিল মাত্র ৭২ রান। সেই ৭২ রান রঞ্জি ফাইনালের শেষ দিনে পাহাড়ের মতো বাংলার ব্যাটসম্যানদের কাঁধে চেপে বসলো। ৩০ বছর আগের সেই সোনালী বিকেল ফিরে আসবে বাংলার ক্রিকেটে, এমনই আশা করেছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। স্বপ্নভঙ্গ হল। শেষ পর্যন্ত অনুষ্টুপ মজুমদার, অর্ণব নন্দীরা পারলেন না বাংলাকে জয় এনে দিতে। সৌরাষ্ট্রের ৪২৫ রানের জবাবে বাংলার প্রথম ইনিংস শেষ হল ৩৮১ রানে। মাত্র ৪৩ রান আগে স্বপ্ন ভেঙে গেলো বাংলার।

হাতে ছিল ৪ উইকেট। শেষ দিনে সৌরাষ্ট্রকে টপকে যেতে হলে করতে হত মাত্র ৭২ রান। পঞ্চম দিনের সকালটা বেশ আক্রমণাত্মক হয়েই শুরু করেন জয়দেব উনাদকাররা। অনুষ্টুপ ৬৩ রানে আউট হতেই বাংলার জয়ের আশা প্রায় মুছে যায়। তবে একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন অর্ণব নন্দী। তিনি ৪০ রানে অপরাজিত থাকলেন। তবুও জয় এল না বাংলার। উল্টোদিক থেকে একের পর এক উইকেট পড়ল। রঞ্জিতে রানার্স হয়েই ফিরতে হল বাংলাকে। রঞ্জি ফাইনালের ফল নির্ধারণ প্রথম ইনিংসের ভিত্তিতে। আর সেই সুবাদেই এগিয়ে যায় সৌরাষ্ট্র।

Related posts

Leave a Comment