white-giraffeAccident Breaking News Enviornment World 

কেনিয়ায় চোরাশিকারীর দৌরাত্মে বিলুপ্তপ্রায় সাদা জিরাফ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একটি মাত্র সাদা জিরাফ অবশিষ্ট রইল বিশ্বে। চোরাশিকারীরা কেনিয়ার উত্তর-পূর্ব অংশে একটি মা জিরাফ ও তার বাচ্চাকে মেরে ফেলল। এরপর বন বিভাগের পক্ষ থেকে দুটি সাদা জিরাফের মৃতদেহ উদ্ধার করা হয়। বন বিভাগ সূত্রে খবর, রাতের অন্ধকারে চোরাশিকারীরা দুটি সাদা জিরাফকে মেরে ফেলেছে। এই নিয়ে বিশ্বে তিনটি সাদা জিরাফ জীবিত ছিল। দুজনের মৃত্যুর পর আর একটি মাত্র অবশিষ্ট রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সাল নাগাদ দুটি সাদা জিরাফের ছবি ভাইরাল হয়। গবেষকরা জানিয়েছেন, লুসিজম নামক একটি রাসায়নিকের জেরে এই প্রজাতির জিরাফের ত্বকে পিগমেনটেশন হয় না। এরফলে এদের শরীর সাদা রং বিশিষ্ট হয়। কেনিয়ার উত্তর-পূর্বাংশে দেখা পাওয়া যেত এদের। বন বিভাগে পক্ষ থেকে আরও জানা যায়, কিছুদিন আগে মা জিরাফ ও তার বাচ্চাটিকে দেখতে পাওয়া গিয়েছিলো। জিরাফগুলির সংরক্ষণের দায়িত্বে ছিল ইশাকবিনি হিরোলা কমিউনিটি। সাদা জিরাফ দুটির মৃত্যুর খবরে শোকের ছায়া।

Related posts

Leave a Comment