Visa CancelledOthers World 

বাতিল হচ্ছে ভারতে প্রবেশের ভিসা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারত-সহ দেশজুড়ে অব্যাহত নোভেল করোনা ভাইরাসের আক্রমণ। এই মারণ ভাইরাসের দাপটে বিশ্বজুড়ে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪,৩০০ জনের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে এসে দাঁড়িয়েছে ৬৭ জনের। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাকে “বিশ্বব্যাপী মহামারী” ঘোষণা করেছে। সাংবাদিক সম্মেলনে হু-র প্রধান টেড্রোস আধানম জানালেন, ঘড়ির কাঁটা মিলিয়ে এই রোগের প্রকোপের উপর নজরদারি চালাচ্ছে হু। দ্রুত এবং বিপজ্জনক হারে সংক্রমণ ছড়াচ্ছে, তাতে আমরা কোভিড-১৯ (করোনা)-কে বিশ্বব্যাপী মহামারী ঘোষণা করছি। প্রসঙ্গত, কোনও রোগকে তখনই মহামারী ঘোষণা করা হয়, যখন বিশাল কোনও ভৌগোলিক এলাকা জুড়ে তা ছড়িয়ে পড়ে। চিনের ইউহান থেকে সংক্রামিত হওয়া করোনা ইতিমধ্যেই বিশ্বের ১০০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। পৃথিবী জুড়ে আক্রান্ত ১,১৯,৭১১ জনেরও বেশি মানুষ। এমন পরিস্থিতিতে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশকে ভিসা দেওয়া বন্ধ করেছে নয়াদিল্লি। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ ভিসাই (কূটনীতিক, আধিকারিক, রাষ্ট্রসংঘ বা আন্তর্জাতিক সংগঠন, এমপ্লয়মেন্ট এবং প্রোজেক্ট ভিসা ছাড়া) আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাতিল করা হচ্ছে। এরফলে পৃথিবীর কোনও দেশ থেকে ২০২০ সালের ১৩ মার্চ, জিএমটি ১২টা অর্থাৎ ভারতীয় সময় বিকেল সাড়ে ৫টা থেকে কেউ ভারতে প্রবেশ করতে পারবেন না।

Related posts

Leave a Comment