এবার সল্টলেকে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কখনো ব্রিজ আবার কখনো জলের ট্যাঙ্ক। দিন কয়েকের মধ্যেই ভেঙে পড়লো রাজ্যে ৩ টি জলের ট্যাঙ্ক। প্রথমে কলকাতার পঞ্চসায়র তারপর বাঁকুড়ার সারেঙ্গা আর এবার সল্টলেকের সিসি ব্লক। আজ সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্লকের পানীয় জলের ট্যাঙ্ক। এখনও পর্যন্ত ওই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আজ সকালে আচমকা বিরাট আওয়াজ করে ভেঙে পড়ে পানীয় জলের ওই ট্যাঙ্কটি। কেন্দ্রীয় সরকারি চাকুরিজীবীদের আবাসনের ওই ট্যাঙ্কটি ভেঙে পড়ায় ক্ষনিকের মধ্যেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিগত ১০ থেকে ১৫ বছর ধরে সিসি ব্লকের ওই পানীয় জলের ট্যাঙ্কটির কোনও রক্ষণাবেক্ষণ হয়নি। দীর্ঘদিন ধরে কোনওরকম রক্ষণাবেক্ষণ করা হয়নি বলেই ভেঙে পড়েছে ট্যাঙ্কটি। প্রায়ই ট্যাঙ্কের বিভিন্ন অংশের থেকে ছোট বড় চাঙর খসে পড়ত। ৩৩ হাজার লিটার জল ধারণ ক্ষমতা ওই ট্যাঙ্কের। তাঁরা আরও জানান, এদিন সকালে হঠাৎ বিকট একটা শব্দ হয়। চোখের নিমেষেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সিসি ব্লকের ওই ট্যাঙ্কটি। ধুলোর আস্তরণে ঢেকে যায় চারিদিক। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন ব্লকের আবাসিকরা।