করোনার গ্রাসে চাকরির বাজার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনার দাপটে বিশ্বব্যাপী গভীর মন্দা। অর্থনীতিও মুখ থুবড়ে পড়ছে। লাটে উঠেছে অনেক রকম ব্যবসা ও পরিষেবা। চিনের অর্থনীতি বিপর্যস্ত। অসংখ্য কারখানায় পণ্য উৎপাদন বন্ধ। পশ্চিম এশিয়া, ইউরোপ এবং পূর্ব এশিয়া জুড়ে বেহাল অবস্থা। হুড়মুড়িয়ে নামছে শেয়ার সূচক। চলতি আর্থিক বছরে বিশ্বে আর্থিক বৃদ্ধির হার ১ শতাংশ কমে যাওয়ার পূর্বাভাস মিলছে। পাশাপাশি বেশিরভাগ জায়গায় কমে গিয়েছে শ্রমিকদের যাতায়াত। স্বাভাবিকভাবেই বিশ্ব অর্থনীতিতে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়েছে। বন্ধ হয়ে যেতে পারে বহু কলকারখানা, ছোট-বড় প্রতিষ্ঠান। এর জেরে লাফিয়ে লাফিয়ে বেকারত্ব বাড়তে বসেছে। এমনই ব্যাখ্যা করেছেন রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) প্রধান সাংঘিওনো লি। তাঁর বক্তব্য, করোনার দাপটে তৃতীয় বিশ্বের বাজারে মন্দা। প্রথম বিশ্বের বহু জায়গায় মন্দা শুরু হয়ে গিয়েছে। চাকরি হারিয়েছেন সম্ভাবনাময় তরুণ ও যুব সম্প্রদায়। কারণ হিসেবে বলা হচ্ছে, সরকারি, বেসরকারি সব সংস্থায় ব্যবসা, উৎপাদন ও লেনদেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরকম চলতে থাকলে মন্দার গ্রাসে পড়বে গোটা দুনিয়া। এক্ষেত্রে আরও বলা হয়েছে, তরুণ-যুবরা বিশেষ করে কর্মক্ষেত্রে যাঁদের অভিজ্ঞতা কম, প্রশিক্ষণ কম তাঁদের চাকরি ভীষণভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। এই প্রবণতা চলতে থাকলে ও করোনার দাপট অব্যাহত থাকলে আরও সঙ্কট তৈরি হবে গোটা দুনিয়ায়।