আগুন আতঙ্ক আর জি কর হাসপাতালে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার বিকালে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে আরজি কর হাসপাতালে। খবর ছাড়াতেই আতঙ্ক ছাড়িয়ে যায় হাসপাতাল চত্ত্বরে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন রোগীর আত্মীয়েরা। এমার্জেন্সি ব্লকের পাঁচ তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেখান থেকেই আগুনের ফুলকি এসে পড়ে একতলায় এসি মেশিনের উপর। সেখান থেকেই আগুন আতঙ্কের সূত্রপাত। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন যায়। তবে দমকল যাওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন বিকেল ৩.১৫ নাগাদ আরজি কর হাসপাতালের এমার্জেন্সি ব্লকের পাঁচ তলা থেকে আগুনের ফুলকি ছড়িয়ে আতঙ্ক তৈরি হয়। দমকল আসার আগেই রোগী তাদের পরিজনের উদ্বেগ কাটাতে আসরে নেমে পড়েন হাসপাতলের নিরাপত্তারক্ষীরা। তারাই পরিস্থিতি নিযন্ত্রণে আনেন।