hs exam and resultEducation Others 

জমা পড়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক মূল্যায়নের রিপোর্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে কীভাবে মূল্যায়ন করে মার্কশিট দেওয়া যেতে পারে তা নিয়ে প্রস্তাব জমা পড়ল রাজ্য স্কুল শিক্ষা দফতরের কাছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ এই রিপোর্ট জমা দিয়েছে। অন্যদিকে ই-মেল মাধ্যমে রিপোর্ট পাঠিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

স্কুল শিক্ষা দফতর সূত্রে জানানো হয়েছে,ওই রিপোর্ট পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দফতরে চূড়ান্ত অনুমোদনের জন্য। উল্লেখ করা যায়, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কীভাবে মূল্যায়ন করে ছাত্র-ছাত্রীদের মার্কশিট দেওয়া হবে তা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকও করেন। এক্ষেত্রে জানা যায়,ওই বৈঠকে শিক্ষামন্ত্রীর সবুজ সংকেতও পেয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

আবার উচ্চমাধ্যমিকে ছাত্র-ছাত্রীদের কীভাবে মূল্যায়ন করে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন সংসদের আধিকারিকরা। এরপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিশদ রিপোর্ট দেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কীভাবে নম্বর দেওয়া হবে তার সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন করোনা আবহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হচ্ছে। কী ভাবে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া হবে তার সময়সীমা দিয়েছিলেন দুই বোর্ডকে। সময়সীমার আগেই রিপোর্ট জমা পড়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে।

এ বিষয়ে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার নম্বর নবম শ্রেণীর সামগ্রিক পরীক্ষা ও দশম শ্রেণীর ইন্টার্নাল ইভালুয়েশন অর্থাৎ ১০ নম্বর তার নিরিখেই ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নবম শ্রেণীর নম্বরের সঙ্গে যাতে দশম শ্রেণীর নম্বর এক না হতে পারে সে বিষয়টি দেখা হবে বলে জানা যায় । এই প্রস্তাবে অনুমোদন এলে মধ্যশিক্ষা পর্ষদকে স্কুলগুলি থেকে নবম শ্রেণীর নম্বর নিতে হবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকেও কীভাবে নম্বর দেওয়া যেতে পারে তা নিয়ে বিশদ রিপোর্ট দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতরের কাছে। সূত্রের খবর,এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে গুরুত্ব পেতে পারে মাধ্যমিকের প্রাপ্ত নম্বর । পাশাপাশি একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বরও উচ্চ মাধ্যমিকের মার্কশিটে গুরুত্ব পেতে পারে। ইতিমধ্যে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে জমা পড়েছে ছাত্র-ছাত্রীদের প্র্যাক্টিকাল ও প্রোজেক্ট ওয়ার্ক নম্বরও। মূলত এই তিন মাধ্যমের সাহায্যে ছাত্র-ছাত্রীদের নম্বর দেওয়া যেতে পারে বলেই প্রস্তাব দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment