পূর্ব তুরস্কের পাহাড়ি রাস্তায় তুষারধসে মৃত্যু ৩৮, আহতের সংখ্যা ৫৪
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ব তুরস্কের পাহাড়ি রাস্তায় তুষারধস। এর জেরে প্রাণ গেল উদ্ধারকারী দলেরই ৩৩ জনের। আহতের সংখ্যা প্রায় ৫৪ জন। আরও অনেকে বরফের তলায় চাপা পড়ে গিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই তুষারধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জন। জানা গিয়েছে, প্রাথমিকভাবে তুষারধসের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। ২ জন নিখোঁজ ছিলেন। উদ্ধারকারী দল তাঁদেরই খোঁজে গিয়েছিলেন। এরপর ঘটে এই বিপত্তি।