রাজ্যসভায় পশ্চিমবঙ্গে “শিক্ষিত” বেকারের তথ্য সামনে আনলো কেন্দ্রীয় সরকার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রতি হাজার বেকারের মধ্যে স্নাতক সংখ্যা ৯৮ জন এবং স্নাতকোত্তর ১৩৯ জন। কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট সামনে এসেছে। রাজ্যসভায় তৃণমূল সাংসদ মানস ভুঁইয়ার লিখিত প্রশ্নের প্রত্যুত্তরে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষকুমার গাঙ্গোয়ার। তবে এই তথ্য ২০১৫-১৬ অর্থবর্ষের। এ প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে রাজ্যে ১৫ বছরের বেশি বয়সী বেকারদের মধ্যে ১২ শতাংশ স্নাতক। আবার একই সময়ে ১৫ বছরের বেশি মোট বেকারের মধ্যে স্নাতকোত্তর বেকার ১৩.৭ শতাংশ। ভিন রাজ্যের মধ্যে কেরালায় এই শ্রেণিতে স্নাতক বেকারের পরিমাণ ৩০.৬ শতাংশ। স্নাতকোত্তর বেকারের সংখ্যা ২৪.৫ শতাংশ। অন্যদিকে উত্তরপ্রদেশের পরিসংখ্যান অনুযায়ী জানানো হয়েছে, যথাক্রমে ১৬.৭ এবং ১২.৭ শতাংশ।