ভবিষ্যতে বিপর্যয়ের আশঙ্কা- ভূ-গর্ভস্থ জলস্তর রক্ষায় এবার আসরে কলকাতা পুরসভা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টিউবওয়েলের মাধ্যমে লাগামহীন মাটির নিচ থেকে জল তোলার ফলে নেমে যাচ্ছে দ্রুত জলস্তর। ক্রমশই শুকিয়ে যেতে বসেছে কলকাতার ভূ-গর্ভ। এমন চলতে থাকলে তার জেরে ভবিষ্যতে বিপর্যয়ের আশঙ্কা। বিশেষজ্ঞরা উদ্বেগের কথাও জানিয়েছেন। এ বিষয়টি নিয়ে সতর্ক করেছে জাতীয় পরিবেশ আদালতও। ভূ-গর্ভস্থ জলস্তর রক্ষায় এবার তৎপরতা শুরু করেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, ভূ-গর্ভের ভারসাম্য রক্ষা করতে খুব শীঘ্রই গোটা কলকাতা শহর জুড়ে গ্রাউন্ড ওয়াটার রিচার্জিংয়ের কাজ শুরু হবে। এমনকী বৃষ্টির জলকে ধরে রেখে পাইপের মাধ্যমে কৃত্রিম উপায়ে প্রবেশ করানো হবে ভূ-গর্ভে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার এই সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন পুর কমিশনার খলিল আহমেদ। পাশাপাশি ওয়াটার রিচার্জিংয়ের জন্য কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পার্ক এবং পুরসভার অফিস বিল্ডিংকে কাজে লাগানো হবে। জল সংরক্ষণের জন্য ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিংয়ের উপরও নজর দেওয়া হবে। বাড়ির নোংরা জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার উদ্যোগও নেওয়া হবে। এবার থেকে কলকাতা পুর এলাকায় ২০ হাজার বর্গমিটারের বেশি কোনও বাড়ি তৈরি করতে গেলে ওয়েস্ট ওয়াটার রিসাইক্লিং এবং গ্রাউন্ড ওয়াটার রিচার্জিং করা বাধ্যতামূলক করা হচ্ছে।