চিনে করোনা ভাইরাসের জেরে সুরাতের হীরে ব্যবসায়ীদের কপালে ভাঁজ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের জেরে চিন ও হংকংয়ে হীরে রপ্তানি ব্যাহত। ক্ষতির বহর ৮ হাজার কোটির ঊর্দ্ধে বলে খবর। উল্লেখ্য, সুরাতের হীরে চিন ও হংকংয়ের বাজারে পৌঁছায়। করোনা ভাইরাসের থাবায় চিন ও হংকংয়ে হীরে রপ্তানি করার ক্ষেত্রে জেরবার পরিস্থিতি। অর্ডার আপাতত বন্ধ বলে জানানো হয়েছে। আসলে করোনা ভাইরাসে চিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০০-র কাছাকাছি। ইউহান-সহ চিনের বিভিন্ন এলাকায় সংক্রমণ সন্দেহে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা প্রায় ২০ হাজার। আবার নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার। চিন জুড়ে আতঙ্ক ও উদ্বেগের পরিস্থিতি তৈরি হওয়ায় সুরাতের হীরে ব্যবসায়ীদের এখন কপালে ভাঁজ।