বইয়ের পাশাপাশি কলকাতা বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ক্যালকাটা আয়োজিত ৪৪-তম আন্তর্জাতিক বইমেলা হল পৃথিবীর সমস্ত বৃহৎ বইমেলাগুলির মধ্যে অন্যতম। বইমেলার শুরু থেকে শেষ প্রতিদিনই মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই চলেছে। আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই চলবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। একইসঙ্গে ৯ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস এবং ওই দিনেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও পালিত হবে। বইমেলায় আগত দেশ-বিদেশ মিলিয়ে সর্বমোট ৯৩টি প্রকাশনী সংস্থা এসেছেন এবং তাঁরা প্রত্যেকেই হাসি-মুখে বই প্রেমিকদের হাতে তুলে দিচ্ছেন বইয়ের বিপুল সম্ভার। সব থেকে আকর্ষণীয় বিষয় হল মেলার ১ নম্বর গেটটির নামকরণ করা হয়েছে “সম্প্রীতি” গেট- যা হল ঐক্য সম্প্রীতি এবং অখণ্ডতার প্রতীক। মেলার ৩ নম্বর গেটটি তৈরি করা হয়েছে ইন্ডিয়া গেট-এর আদলে। মেলার ৬ নম্বর গেটটি করা হয়েছে বিশ্ব বাংলা গেটের আদলে এবং ৯ নম্বর গেটটি তৈরি করা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রধান ফাটকের আদলে। এই বইমেলায় সকলকে স্বাগত জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।