Kolkata Book Fair-1Entertainment Lifestyle Others Technology World 

বইয়ের পাশাপাশি কলকাতা বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড, ক্যালকাটা আয়োজিত ৪৪-তম আন্তর্জাতিক বইমেলা হল পৃথিবীর সমস্ত বৃহৎ বইমেলাগুলির মধ্যে অন্যতম। বইমেলার শুরু থেকে শেষ প্রতিদিনই মেলা প্রাঙ্গণের মূল মঞ্চে কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েই চলেছে। আগামীকাল ৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিনই চলবে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল। একইসঙ্গে ৯ ফেব্রুয়ারি পালিত হবে বাংলাদেশ দিবস এবং ওই দিনেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানও পালিত হবে। বইমেলায় আগত দেশ-বিদেশ মিলিয়ে সর্বমোট ৯৩টি প্রকাশনী সংস্থা এসেছেন এবং তাঁরা প্রত্যেকেই হাসি-মুখে বই প্রেমিকদের হাতে তুলে দিচ্ছেন বইয়ের বিপুল সম্ভার। সব থেকে আকর্ষণীয় বিষয় হল মেলার ১ নম্বর গেটটির নামকরণ করা হয়েছে “সম্প্রীতি” গেট- যা হল ঐক্য সম্প্রীতি এবং অখণ্ডতার প্রতীক। মেলার ৩ নম্বর গেটটি তৈরি করা হয়েছে ইন্ডিয়া গেট-এর আদলে। মেলার ৬ নম্বর গেটটি করা হয়েছে বিশ্ব বাংলা গেটের আদলে এবং ৯ নম্বর গেটটি তৈরি করা হয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির প্রধান ফাটকের আদলে। এই বইমেলায় সকলকে স্বাগত জানিয়েছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

Related posts

Leave a Comment