ভ্রমণ পিপাসুদের মাথায় হাত : ভুটানে ঢুকতে গুনতে হবে নগদ ১২০০
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভ্রমণ পিপাসুদের কাছে অস্বস্তির খবর। এবার থেকে ভুটান সফর মহার্ঘ হতে চলেছে। মাথাপিছু প্রবেশ কর হতে চলেছে ১২০০ টাকা, ৬ থেকে ১২ বছরের শিশুদের জন্য লাগবে ৬০০ টাকা।
শান্ত-নির্জন ও মনোরম ভুটান পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের। পাহাড়ের কোলে বন-বনানী মিশ্রিত হাতছানি দেওয়া মেঘরাশির টানে ভিড় জমান বাঙালিরা। এই প্রতিবেশি দেশটির আকর্ষণ বাঙালি তথা ভারতীয়দের কাছে চিরকালীন। ভুটানের সৌন্দর্যের আকর্ষণ যেমন ছিল, তেমনি করহীন ভুটান সফরের সুযোগও ছিল। এবার সেই পরিস্থিতির বদল এনেছে ভুটান পর্যটন দপ্তর। ওই দেশে বিনামূল্যে প্রবেশের সুযোগ বাতিল করে চলতি বছরের জুলাই থেকে ভারতীয় পর্যটকদের মাথাপিছু ১২০০ টাকা দিতে হবে বলে সিদ্ধান্ত নিল ভুটান সরকার। তবে অন্য দেশের পর্যটকদের ভুটান সফরের জন্য আরও বেশি অর্থ ব্যয় করতে হবে প্রবেশ কর হিসেবে। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে ভুটান সরকার সাসটেনেবল ডেভলপমেন্ট ফি (এসডিএফ) নামের এই নতুন ব্যবস্থা চালু করেছে। আগে পাসপোর্ট বা ভোটার আইডি কার্ড থাকলে ভুটান সফর করতে পারতেন ভারতীয় পর্যটকরা। ভুটান সফরে ভিসা লাগতো না। জুলাই মাস থেকে সেই পরিস্থিতির বদল আসতে চলেছে।