অস্তমিত মধ্যরাতের মিস শেফালী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রথম বাঙালি ক্যাবারে ডান্সার তথা অভিনেত্রী মিস শেফালি (৭৪)। সোদপুরে তাঁর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মিস শেফালি নামে পরিচিত হলেও তাঁর আসল নাম ছিল আরতি দাস।
সাতের দশকে যার হাত ধরে বাংলায় আসে ক্যাবারে
সত্যজিৎ রায়ের “সীমাবদ্ধ” ও “প্রতিদ্বন্দ্বী” ছবিতে তিনি অভিনয় করেছিলেন। নৃত্যের ছন্দে আরতি দাস থেকে একসময় মিস শেফালি হয়ে উঠেছিলেন। “রাতপরি” নামেও তিনি পরিচিত হয়ে ওঠেন। সত্যজিৎ রায়ের ছবি ছাড়াও “বহ্নিশিখা” ও “পেন্নাম কলকাতা”-র মতো ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। মঞ্চে একাধিক নাটকেও তাঁর নাচ অনবদ্য ছিল। “চৌরঙ্গি” নাটকে ক্যাবারে ডান্সারের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন।