Kark Douglas SpatakashOthers 

চির ঘুমের দেশে হলিউডের কার্ক ডগলাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুপারস্টার কার্ক ডগলাস (১০৩) প্রয়াত হলেন। হলিউডের উজ্জ্বল নক্ষত্র খসে গেল। হলিউডের সর্বকালের সেরা অভিনেতার সেরা ছবি ছিল “স্পার্টাকাস”। ১৯১৬ সালে তাঁর জন্ম হয়। প্রায় ১০০-র কাছাকাছি ছবিতে অভিনয় করার কৃতিত্বও রয়েছে। হলিউডের সেরা পরিবারের মধ্যে অন্যতম ছিল “ডগলাস” পরিবার। মাইকেল, এরিক, জোয়েল, পিটার-এর জনপ্রিয়তা কম নেই। ওই পরিবারের আর একটি উজ্জ্বল নাম মাইকেল ডগলাস ও তাঁর স্ত্রী ক্যাথরিন জিটা জোন্স। কার্ক ডগলাস ৩ বার মনোনয়ন পেলেও অস্কার পাননি একবারও। সামগ্রিক সাফল্যের জন্য অস্কার তাঁকে বিশেষ সম্মান প্রদান করেন।

Related posts

Leave a Comment