Keshab ParasanBreaking News Lifestyle Others 

রামমন্দির ট্রাষ্টের সভাপতি: আইনজীবী কেশব পরাসন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কয়েক দশক ধরে আদালতে আটকে থাকা রামমন্দির-বাবরি মসজিদ মামলার সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। আদালতের নির্দেশ ছিল রায় বেরনোর ৩ মাসের মধ্যে মন্দিরের ট্রাষ্ট গঠন করতে হবে এবং সেই ট্রাষ্টের পরিচালনায় রাম জন্মভূমিতেই তৈরি হবে রামমন্দির।

দীর্ঘদিন ধরে চলা এই মামলা জেতার মূল নায়ক হলেন ৯০ বছর বয়সী আইনজীবী শ্রী কেশব পরাসন। দীর্ঘদিন ধরে সওয়াল করে মামলার জমি শক্ত করে মামলাটিকে তিনি রামমন্দিরের পক্ষে নিয়ে যান।

তাঁর এই দীর্ঘ ও কঠোর পরিশ্রমের সম্মান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে রামমন্দির ট্রাষ্টের সভাপতি হিসেবে নিযুক্ত করেন। যথাযোগ্য সম্মান পেয়ে তিনিও উৎসাহিত।

Related posts

Leave a Comment