জলন্ধরের কৃষক সন্তান পারদীপের সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মীরাবাই চানু, রাখি হালদার পারেননি। শেষ পর্যন্ত পেরেছেন পারদীপ সিং। জলন্ধরের কৃষক পরিবারের ছেলে পারদীপ নতুন ওজন তুললেন। তবে নতুন রেকর্ড নয়, শরীরের ওজন ১০২ কেজি। পারদীপ সিং নায়কের আসনে বসলেন। স্ন্যাচে তুললেন ১৫১ কেজি ওজন। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১৯৫ কেজি। সব মিলিয়ে ৩৪৬। উল্লেখ্য, এর আগে তিনি তুলেছিলেন ৩২১ কেজি। প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়া ভারোত্তোলক সার্ভিসেসের শুভম তুলেছেন ৩২৫ কেজি। ব্যবধান ২১ কেজির। ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে রুপো জয়ী হন। এবার লক্ষ্য অলিম্পিকের টিকিট। পারদীপের এই পারফরম্যান্সের ফলে জাতীয় টিমে আবারও প্রবেশ করতে পারেন তিনি।