China AirlinesBreaking News 

ভিসা থাকলেও চিন থেকে ভারতে নয়- কড়া সিদ্ধান্ত কেন্দ্রের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিন থেকে ভারতে আসার ভিসা থাকলেও দেশে প্রবেশ করা যাবে না। কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাসে আক্রান্তের জেরে চিনের পরিস্থিতি উদ্বেগজনক। মৃত্যুর সংখ্যা ৪০০ ছাপিয়ে গিয়েছে। আক্রান্ত কয়েক হাজার মানুষ। চিনের ইউহান প্রদেশ থেকে যাঁদের ফিরিয়ে আনা হয়, তাঁদের মধ্যে ৫ জনকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সেনাবাহিনীর বেসক্যাম্পে রাখা হল। দিল্লি থেকে কিছুটা দূরে মানেসরে নজরদারি কেন্দ্র তৈরি করা হয়েছে। ইউহান প্রদেশ থেকে ইতিমধ্যেই ৬০০-রও বেশি ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার দুটি বিমানে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর। চিন থেকে বিমান আসা ভারতীয়দের নজরদারি কেন্দ্রেই রাখার বন্দোবস্ত করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণকে কেরল সরকার “রাজ্যের বিপর্যয়” বলে ঘোষণা করেছে। অন্যদিকে চিনে আর বিমান পাঠাতে নারাজ বাংলাদেশ সরকার। চিনের সাম্প্রতিক পরিস্থিতিতে সতর্কও হচ্ছে বিভিন্ন দেশ।

Related posts

Leave a Comment