চিনে বাংলাদেশী বিমান নয়, আটকে থাকা নাগরিকদের কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে বিপর্যস্ত চিন। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ পর্যন্ত চিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২৬। অন্যদিকে উহানে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের যে বিশেষ বিমানে উড়িয়ে আনা হয়, তার পাইলট ও বিমানকর্মীদের প্রবেশে অনুমতি দিল না ১১টি দেশ। উল্লেখ্য, উহান থেকে বিশেষ বিমানে ৩১৬ জনকে ঢাকায় ফিরিয়ে আনা হয়। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান চালক ও কর্মী-সহ ১৯ জনকে নিজেদের ভূ-খণ্ডে পা রাখার অনুমতি দিল না ১১টি দেশ। এরপর চিনে আটকে থাকা বাংলাদেশের নাগরিকদের কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাকিদের ফেরাতে আর কোনও বিশেষ উড়ানের ব্যবস্থা করবে না হাসিনা সরকার। বলা হয়েছে, যদি কেউ দেশে ফিরতে আগ্রহী হন, তাহলে পরিবহণ খরচ ও ব্যবস্থা করতে হবে তাঁদেরই উদ্যোগে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিশেষ উড়ানের ব্যবস্থা করতে সরকারের বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে।