আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ানে নিষেধাজ্ঞা: ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ বছর বন্ধই থাকছে আন্তর্জাতিক যাত্রীবাহী উড়ান। জারি হয়েছে নিষেধাজ্ঞাও। এ বছর মার্চ মাসে করোনা আবহে দেশব্যাপী লকডাউন জারি হয়। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় সমস্ত উড়ান পরিষেবা। এক্ষেত্রে বন্ধই থাকছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছেন। আন্তর্জাতিক রুটে অসামরিক বিমান না চললেওপণ্য পরিষেবা বা কার্গো ব্যাহত হবে না বলেই জানিয়েছে জিজিসিএ।
সংস্থার পক্ষ থেকে জারি করা নোটিসে জানানো হয়,আগামী ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকছে। তবে এক্ষেত্রে বলা হয়েছে,ক্ষেত্র বিশেষে কিছু রুটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তর্জাতিক উড়ানকে বাধা দেওয়া হবে না। চালু থাকবে আন্তর্জাতিক কার্গো পরিষেবাও। পরবর্তীতে ধাপে ধাপে অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু হলেওকার্যত বন্ধই হয়ে যায় আন্তর্জাতিক বিমান পরিষেবা। উল্লেখ করা যায়, মে মাস থেকে বিদেশে আটকে থাকা প্রবাসী ভারতীয়দের ঘরে ফেরানোর জন্য চালু হয় বন্দে ভারত পরিষেবা। সেই পরিষেবা এখনও চালু থাকছে বলে জানা গিয়েছে।

