২১ ফেব্রুয়ারি পৃথক ভাষা দিবস পালন করবে ভারত-বাংলাদেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বনগাঁর পেট্রাপোলে দীর্ঘ ১১ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান হয়ে আসছে। আয়োজক ছিল ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। বাংলাদেশের অতিথিরাও চলে আসতেন পেট্রাপোলের নো-ম্যান্স ল্যান্ডে এই অনুষ্ঠানে। এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়ছে। জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি আলাদা-আলাদা করে ভাষা দিবস পালন করবে ভারত ও বাংলাদেশ। আরও জানা গিয়েছে, একটি মঞ্চ হবে ভারতের পেট্রাপোলে, অন্যটি হবে বাংলাদেশের বেনাপোলে। সম্প্রতি ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতির বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, আইনশৃঙ্খলার কারণেই এই বছরের ভাষা দিবসের অনুষ্ঠান ভাগাভাগি হয়। প্রতি বছরের মতো এবারও দু-দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের যশোর ১-এর সাংসদ শেখ আফিলউদ্দিনের নেতৃত্বে এক প্রতিনিধিদল। আবার এ দেশের মৈত্রী সমিতির পক্ষে ছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ-অন্যান্যরা। দু-দেশের সীমান্তরক্ষী জওয়ানদের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তারাও উপস্থিত ছিলেন।