কলেজ-বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষাকর্মীদের বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলেজ-বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চশিক্ষা দপ্তর। জানা গিয়েছে, অন্যান্য দপ্তরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বর্ধিত পেনশনের বিজ্ঞপ্তি হয়ে গেলেও, শিক্ষকদেরই তা বাকি ছিল। অবশেষে দপ্তরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্বস্তি মিললো কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের। নয়া পেনশন ঠিক কত হবে, তা হিসেব করেই বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয়েছে।