shipTechnology 

ভারতের সমুদ্র উপকূলে গবেষণার জন্য টিটাগড়ে নির্মিত জাহাজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতের সমুদ্র উপকূলে গবেষণামূলক কাজের জন্য উত্তর ২৪পরগনার টিটাগড় ওয়াগনস নির্মিত একটি জাহাজে কেন্দ্রীয় সরকারের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির কাছে তুলে দেওয়া হয়। ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে সাগর অন্বেষিকা নামের এই জাহাজটি নির্মাণ খরচ পড়েছে ৫০কোটি টাকা। টিটাগড় ওয়াগনস লিমিটেডের পক্ষ থেকে এই জাহাজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অধিকর্তা ডক্টর এস এ আত্মানন্দের উপস্থিতিতে এন আই ও টিকে তুলে দেওয়া হয়। ওই সংস্থার প্রকল্প অধিকারিক ডক্টর দি রাজশেখর জানিয়েছেন ,মূলত সমুদ্র উপকূলে জলের গভীরতা মাপা এবং জলবায়ুর পরিবর্তন সহ একাধিক গবেষণামূলক বিষয়ে ১০০কোটি টাকা ব্যয়ে দুটি জাহাজ তৈরীর জন্য টিটাগড় ওয়াগনসকে বরাত দেওয়া হয়েছিল। তার প্রথমটি “সাগর তারা” এবং দ্বিতীয়টি “সাগর অন্বেষিকা” দুটি জাহাজই তাঁরা নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment