বারুইপুরে অ্যাটাচি রহস্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বারুইপুরে অ্যাটাচি ঘিরে ছড়াল বোমাতঙ্ক। স্থানীয় সূত্রের খবর, বিপর্যস্ত পরিস্থিতিতে বারুইপুর পুলিশ ও প্রশাসন ব্যস্ত। তার মধ্যে বারুইপুর রেলগেট লাগোয়া কালীবাজারের কাছে বোমাতঙ্কে তোলপাড় শহর। রাস্তার উপর একটি অ্যাটাচির মধ্যে বোমা রয়েছে বলে গুজব রটে। এরপর কালীবাজারের কাছে রাস্তার অংশটি ঘিরে ফেলে পুলিশ। পরে বারুইপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মজুমদার ও আইসি দেবকুমার রায় ঘটনাস্থলে যান। খবর যায় বম্ব স্কোয়াডে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত তা নিয়ে পুলিশও নাকাল হন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি আবাসনের থেকে বেরিয়ে আসেন এক ব্যক্তি। তিনি অ্যাটাচির কাছে যেতে চাইলে পুলিশ রুখে দাঁড়ায়। এরপর ওই ভদ্রলোক হাত জোর করে বলেন, “এটা আমার অ্যাটাচি। কাজে লাগছে না বলে রাতে ফেলে দিয়েছিলাম। এখন টিভি খুলে দেখছি, সেই অ্যাটাচি নিয়ে হইচই হচ্ছে। তাই বাইরে বেরিয়ে এসেছি।”