ফ্লোরিডায় জাহাজে আরও ১ মৃত্যু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফ্লোরিডায় নোঙর করা জাহাজে আরও এক যাত্রীর মৃত্যু। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, ফ্লোরিডায় কোরাল প্রিন্সেস জাহাজ নোঙর করে। নোঙর করার আগেই ওই জাহাজে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের ছাড়পত্র দেওয়া হয়। ১৪ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে মায়ামি-ডাডে কাউন্টির মেয়রের অফিস থেকে জানানো হয়, একজনের মৃত্যু হয়েছে।