Jyotipriyo MallickOthers 

নিমতা থানার উত্তর দমদমে খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ঘটনাটি ঘটেছে নিমতা থানার উত্তর দমদম পুরসভা এলাকায়। স্থানীয় সূত্রের খবর, ১০ বস্তা চাল মন্ত্রীর ফোনে ফিরল রেশন ডিলারের কাছে। বিপর্যস্ত পরিস্থিতিতে চাল তুলে দেওয়ার কথা বলে এলাকার রেশন ডিলারের ঘর থেকে জোর করে ১০ বস্তা চাল তুলে এনেছিলেন তৃণমূল কাউন্সিলারের লোকজনরা। শেষ পর্যন্ত খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুলিশ ওই কাউন্সিলারের হেফাজত থেকে চাল তুলে নিয়ে গিয়ে ফের রেশন ডিলারের বাড়িতে পৌঁছে দেয়। এরপর খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। রেশনের চাল যাতে মানুষ ঠিকমতো পায় তা সকলকে নিশ্চিত করতে হবে। কোনও রেশন দোকান থেকে জোর করে চাল নেওয়ার ঘটনা ঘটলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাজার থেকে চাল কিনে বিলি করতে হবে।

Related posts

Leave a Comment