tukogunge police stationLifestyle Others 

কর্তব্যরত পুলিশ কর্মীরা বিভিন্ন পন্থা নিচ্ছেন পরিবারের স্বার্থেই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ বাবা ডিউটি থেকে বাড়ি ফিরে আসতেই তাঁর দিকে ছুঁটে আসতে চায় ৪ বছরের ছোট্ট কন্যাটি।কাছে আসতে না দিয়ে মুখের উপর অগত্যা দরজা বন্ধ করে দিচ্ছেন অনেক পুলিশ কর্মী।উপায় নেই যদি তাঁর ছোট্ট মেয়েটি বা তাঁর বাড়ির কেউ ভাইরাসে আক্রান্ত হয়। সেই ভয়েই দূরে থাকার এমন সিদ্ধান্ত। ভাগ্যের কি পরিহাস, নিজের মেয়েটাকেও একটু আদর করতে পারছেনা কর্তব্যরত অনেক পুলিশ কর্মী।ইন্দোরের তুফানগঞ্জ থানার ইনচার্জ নির্মল শ্রীবাস এমনই পরিস্থিতির মুখোমুখি।ইতিমধ্যেই এই ছবি ভাইরাল নেট দুনিয়ায়।কর্তব্যে অবিচল থাকা এমন অনেক পুলিশ কর্মীর ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে।সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নিতে চাইছেন না অনেকেই। পারিবারিক সুরক্ষার কথা ভেবেই রাজ্যের বহু পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা বিভিন্ন রকম পন্থা নিচ্ছেন পরিবারের স্বার্থেই।

Related posts

Leave a Comment