nabanoOthers 

এক ঘন্টা আগে রাজ্য সরকারি কর্মীদের ছুটি ঘোষণা

আমার বাংলা অনলাইনে নিউজ ডেস্ক: করোনা সতর্কতায় বৃহস্পতিবার থেকে রাজ্য সরকারি অফিস বিকাল ৫টার পরিবর্তে ৪ টায় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,ট্রেনে,বাসে ভিড় এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে যারা জরুরি পরিষেবা দেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বুধবার অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে,সরকারি অফিসের পাশাপাশি পুরসভা, পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন ও সমস্ত শিক্ষাপর্ষদের অফিসে এবং রাজ্য সরকার অধিগৃহীত সংস্থাগুলির ক্ষেত্রে ও এই নিয়ম বলবৎ হবে। রেলওয়ে স্টেশন ও বাস টার্মিনাসে ভিড় এড়াতেই এক ঘন্টা আগে ছুটি দেওয়ার সিদ্ধান্ত।

Related posts

Leave a Comment