NirvayaBreaking News 

কাল ভোরেই ফাঁসি নির্ভয়ার ৪ ধর্ষকের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কার্যত কাল ভোরেই ফাঁসি হচ্ছে নির্ভয়ার ৪ ধর্ষকের। পাতিয়ালা হাউস কোর্টে খারিজ হয়ে গেল তাদের শেষ আবেদন। কাল ভোর ৫টা ৩০মিনিটে তিহার জেলে মৃত্যুদণ্ড কার্যকর হবে। তিহার জেলে শুরু হয়েছে তারই প্রস্তুতি। নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর মধ্যে একজন পবন গুপ্তার কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে যায় সুপ্রিম কোর্টে। বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, আমাদের বিচারে এটি কোনও গ্রহণযোগ্য আবেদনই নয়। পবনের পক্ষে যুক্তি ছিল, ঘটনার সময় সে নাবালক ছিল। প্রসঙ্গত, শীর্ষ আদালত গত ২০ জানুয়ারিতেই তার নাবালক হওয়ার দাবি নাকচ করে দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সে কিউরেটিভ পিটিশন দাখিল করে।

গত ৫ মার্চের সর্বশেষ মৃত্যু পরোয়ানা অনুসারে আগামীকাল ২০ মার্চ ভোর সাড়ে ৫টা ৩০মিনিটে তিহার জেলে নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলার চার দোষী মুকেশ সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের ফাঁসি। পবনের কিউরেটিভ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় নির্ভয়ার মা আশার আলো দেখছেন। তিনি জানিয়েছেন, আদালত ওদের এত সুযোগ দিয়েছে যে ওরা শেষ মূহূর্তে কোনও না কোনও অজুহাত দেখিয়ে ফাঁসি স্থগিত করা অভ্যাস করে ফেলেছে। এখন আদালতও ওদের ফন্দি ধরে ফেলেছে। আগামীকাল নির্ভয়া নিশ্চয় ন্যয়বিচার পাবে।

অন্যদিকে, ওই ঘটনার এক অপরাধী মুকেশের পিটিশন আজ শুনতে সম্মত হয়েছে শীর্ষ আদালত। মৃত্যুদণ্ড খারিজ করার আবেদন জানিয়ে পেশ করা মুকেশের পিটিশনের ওপর রায়দান গতকাল স্থগিত রেখেছিল দিল্লি হাইকোর্ট। মুকেশ দাবি করেছে, নির্ভয়াকাণ্ডের সময় সে নাকি দিল্লিতেই ছিল না। নিম্ন আদালত তার দাবি খারিজ করে দেওয়ায় সে হাইকোর্টের দ্বারস্থ হয়। আজ হাইকোর্টও সেই পিটিশন খারিজ করে দেয়। গতকাল হাইকোর্ট সাফ জানায়, নিম্ন আদালতের বিস্তারিত ও যুক্তিসঙ্গত রায়ে হস্তক্ষেপ করার কোনও কারণই এই মামলায় পাওয়া যাচ্ছে না। তাই সে সুপ্রিম কোর্টে গিয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার নিম্ন আদালত বার কাউন্সিলের কাছে দোষীর আইনজীবীর আচরণের বিষয়টি বিবেচনা করে দেখার জন্য বলে এবং তাঁরা যেন তাঁকে আইনি পদ্ধতি, প্রক্রিয়ার ব্যাপারে ঠিকমতো বুঝিয়ে দেয় সেই ব্যাপারেও বলেন।

অন্যদিকে, এদিন পাতিয়ালা হাউস কোর্টের বাইরে অজ্ঞান হয়ে পড়েন ওই মামলার অন্যতম দোষী মৃত্যুদণ্ডপ্রাপ্ত অক্ষয় কুমার সিং-এর স্ত্রী পুনিতা দেবী, জ্ঞান ফিরলে আত্মহত্যার হুমকি দেন। আসামিদের কাছে একে একে বন্ধ হচ্ছে যাবতীয় আইনি পথ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালই ভোর ৫টা ৩০মিনিটে চার আসামির ফাঁসি হচ্ছে। জানা গিয়েছে, গতকালই অক্ষয় কুমার সিং-এর স্ত্রী পুনিতা বিহারের ঔরঙ্গাবাদের আদালতে ডিভোর্স মামলা করেছেন। তিনি জানিয়েছেন, তার স্বামীকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, কিন্তু সে সম্পূর্ণ নির্দোষ। তিনি আরও বলেন, তিনি একজন অপরাধীর বিধবা স্ত্রী হয়ে আগামীদিনে বাঁচতে চান না তাই তিনি ফাঁসির আগেই ডিভোর্স চান।

Related posts

Leave a Comment