postLifestyle Others 

ডাক বিভাগের ডিজি অরুন্ধতী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফের শীর্ষপদে বাঙালি মহিলা। আন্তর্জাতিক নারীবর্ষের মাসে এই খবর নিঃসন্দেহে গৌরবের।তিনি অরুন্ধতী ঘোষ। ডাক বিভাগের ডিজি হলেন তিনি।প্রথম বাঙলি মহিলা হিসেবে তিনি এই পদে এলেন। তিনি পোস্টাল বোর্ডের মেম্বার(অপারেশন )ছিলেন। ইন্ডিয়াল পোস্টাল সার্ভিসের ১৯৮৭ সালের ব্যাচে তিনি কর্মজীবন শুরু করেন।

Related posts

Leave a Comment