১০৫ জুনিয়র রিসার্চ ফেলো নিচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১০৫ শূন্যপদে জুনিয়র রিসার্চ ফেলো নিচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, মুম্বই। নেওয়া হবে ফিজিক্যাল সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস এবং লাইফ সায়েন্সেস ডিসিপ্লিনে।
সংশ্লিষ্ট ডিসিপ্লিনে অন্তত ৬০ শতাংশ নম্বর নিয়ে বি এসসি এবং অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে এম এসসি পাশ হতে হবে। এছাড়া প্রার্থীর ইউজিসি-সিএসআইআর-নেট (তবে এসএলইটি/ লেকচারারশিপ গ্রাহ্য নয়)/ জেইএসটি/ আইসিএমআর-জেআরএফ টেস্ট/ ডিবিটি-জেআরবি বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্টে সফল হয়ে থাকতে হবে অথবা ফিজিক্স/ কেমিস্ট্রি/ লাইফ সায়েন্স/ বায়োটেকনোলজি -তে গেট স্কোর ২০১৯-২০২০ সফল হয়ে থাকতে হবে।
১৫-০১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩ এবং প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
প্রার্থিবাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ হবে সম্ভাব্য ২০২১ সালের এপ্রিল/ মে মাসে। ইন্টারভিউয়ের জন্য বাছাইয়ের ক্ষেত্রে প্রথমে অ্যাকাডেমিক রেকর্ডের ভিত্তিতে একবার বাছাই হবে। এরপর আর একবার বাছাই করা হবে দেশব্যাপী স্ক্রিনিং টেস্ট (কোয়ালিফাইং এক্সামিনেশন) -এ সাফল্য অনুযায়ী।
দরখাস্তের ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। ফি দেবেন অনলাইনে। মহিলা/ তফশিলি/ শারীরিক প্রতিবন্ধীদের এই ফি দিতে হবে না।
আবেদন করবেন অনলাইনে ১৮ ডিসেম্বর, ২০২০ থেকে ১৫ জানুয়ারি, ২০২১ তারিখের মধ্যে। লিঙ্ক পাবেন ১৮ ডিসেম্বর থেকে। প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি থাকা চাই। আরও বিস্তারিত তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে (http://www.barc.gov.in/)/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

