বর্ধিত বাজেট অধিবেশন আগামী মার্চ মাসে হওয়ার সম্ভাবনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১৩ মার্চ থেকে বিধানসভার বর্ধিত বাজেট অধিবেশন শুরু হবে বলে জানা গিয়েছে। বিধানসভা সূত্রে খবর, বাজেট অধিবেশনের প্রথম পর্ব সমাপ্ত হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বর্ধিত বাজেট অধিবেশন কবে শুরু হবে, তা-ও ঘোষণা করেছেন। বর্ধিত বাজেট অধিবেশনে দপ্তরওয়াড়ি বাজেটগুলি পেশ করা হবে। উল্লেখ্য, আগামী এপ্রিল মাসে রাজ্যে পুর নির্বাচন হতে চলেছে। সেই কারণে বর্ধিত বাজেট অধিবেশন আগামী মার্চ মাসে হওয়ার সম্ভাবনা, তৃণমূলের পরিষদীয় দল সূত্রে এ খবর জানা গিয়েছে।