Medical EquipmentHealth Others 

আগামী ২০২২ সাল থেকেই সম্ভবত চালু হচ্ছে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট পরীক্ষা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডাক্তারির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) সর্বভারতীয় স্তরে শুরু হয়েছে বেশ কয়েক বছর আগেই। আবার ডাক্তারিতে উত্তীর্ণ হওয়ার পরীক্ষাও (নেক্সট) যে সর্বভারতীয় স্তরে হবে, তা কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে পূর্বেই। তবে কবে থেকে তা শুরু হবে, জানা যায়নি। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) সঙ্গে চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বৈঠকে এবার বিষয়টির নিষ্পত্তি হল বলে আশা প্রকাশ করা হচ্ছে। বৈঠকের পর আইএমএ সূত্রে জানা গিয়েছে, আগামী ২০২২ সাল থেকেই সম্ভবত চালু হতে চলেছে ন্যাশনাল এক্সিট টেস্ট বা নেক্সট পরীক্ষা। আরও বলা হয়েছে, ২০১৭ সালে ভর্তি হওয়া এমবিবিএস ও বিডিএস ব্যাচই প্রথম দেবে এই পরীক্ষা। তবে এমসিআইয়ের সচিব রাকেশকুমার বৎস জানিয়েছেন, ২০২২ সালের িবষয়টি এখনও একটি সম্ভাবনা মাত্র।

Related posts

Leave a Comment