ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে সন্তোষপ্রকাশ জাপানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গত ১৩ ফেব্রুয়ারি কলকাতা মেট্রোর লাইন-টু বা ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে সন্তোষপ্রকাশ করেছে জাপান। ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জিকা) প্রতিনিধিরা এই খবরে উচ্ছ্বসিত। উল্লেখ্য, কলকাতায় প্রথম মেট্রোরেল তৈরির সময় প্রকল্প রূপায়ণে জাপানের এই সংস্থা আর্থিক সাহায্য করে। ইস্ট-ওয়েস্ট মেট্রো তৈরির সময়ও সক্রিয় ভূমিকা নিয়েছিল ওই সংস্থা। জানা গিয়েছে, এ পর্যন্ত কলকাতা মেট্রোরেল নির্মাণ প্রকল্পে জিকা প্রায় ৩৬০০ কোটি টাকা আর্থিক সাহায্য করেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর বিষয়ে জিকার ভারতের প্রতিনিধি কাতসুয়ো মাতসুমোতো জানিয়েছেন, কলকাতা ও সংলগ্ন এলাকার যাত্রীদের দ্রুত, মসৃণ এবং দূষণমুক্ত যাতায়াতের স্বার্থে এই জাতীয় গণ-পরিবহণের প্রয়োজনীয়তা মানতেই হয়। এই প্রকল্পের সঙ্গে আমরাও জড়িয়ে রয়েছি, এটা ভাবতে ভাল লাগছে।