নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এবার জাপানেও
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নভেল করোনা ভাইরাসের আতঙ্ক এবার জাপানে। চিনে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত চিনের বাইরে যে ৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে একজন জাপানের বাসিন্দা। পাশাপাশি এই দেশে আক্রান্তের সংখ্যা ৪০০ অতিক্রম করেছে। আক্রান্ত সেই সব মানুষ অবশ্য রয়েছেন, জাপানের উপকূলে দাঁড়িয়ে থাকা জাহাজে। তাঁদের “বন্দি” অবস্থায় রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর, চিনের পর এখন পর্যন্ত এই ভাইরাসের সবথেকে বেশি দাপট দেখা গিয়েছে জাপানেই। নতুন করে ৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি জটিল হতে শুরু করেছে জাপানে। টোকিও থেকে ৫০ কিলোমিটার দূরে সাগামিহারার একটি হাসপাতালে নভেল করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা চলেছে। সংক্রমণ ছড়িয়েছে নার্সদের মধ্যে, এমনও খবর পাওয়া যায়। ওই হাসপাতালে এখন রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে।