TelecomOthers Technology 

লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ বকেয়ার আংশিক মেটালো টেলিকম সংস্থাগুলি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লাইসেন্স ফি ও স্পেকট্রাম চার্জ বাবদ বকেয়ার আংশিক মিটিয়েছে টেলিকম সংস্থাগুলি। কেন্দ্রীয় টেলিকম দপ্তর সূত্রের খবর, এয়ারটেল ১০,০০০ কোটি টাকা, ভোডাফোন-আইডিয়া ২,৫০০ কোটি টাকা এবং টাটা টেলি-সার্ভিসেস ২,১৯০ কোটি টাকা দিয়েছে। উল্লেখ্য, ভোডাফোন-আইডিয়া সুপ্রিমকোর্টকে জানিয়েছিল, হিসাব অনুযায়ী তাদের নিজস্ব ওই বকেয়ার পরিমাণ ৭,০০০ কোটি টাকা এবং সেই বকেয়া মেটাতে তারা ২,৫০০ কোটি টাকা এবং আগামী শুক্রবার আরও ১,০০০ কোটি টাকা- মোট বকেয়ার ৫০ শতাংশ দিয়ে দেবে। এরপর বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ ভোডাফোন-আইডিয়ার ওই আবেদন খারিজ করে দেয়। এরপরই সংস্থাটি টেলিকম দপ্তরকে ২,৫০০ কোটি টাকা জমা দিয়েছে।

Related posts

Leave a Comment