ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা হ্যারি গ্রেগ প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একসময় দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে সাহসের সঙ্গে তিনি উদ্ধার করেছিলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সতীর্থ-সহ অন্য যাত্রীদের। সেই মিউনিখ বিমান দুর্ঘটনায় নিহত হন ২৩ জন। বেঁচে যান ইউনাইটেডের কিংবদন্তি কোচ ম্যাট বুসবি এবং কয়েকজন। তাঁদের বাঁচানোর জন্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা হ্যারি গ্রেগকে বলা হত মিউনিখের হিরো। সেই হিরোই প্রয়াত হলেন ৮৭ বছর বয়সে। উল্লেখ্য, বিমান দুর্ঘটনার এক বছর আগে ১৯৫৭ সালে বিশ্বের সবচেয়ে দামি কিপার ছিলেন হ্যারি গ্রেগ। ২৩ হাজার ৫০০ পাউন্ড দাম ছিল উত্তর আয়ার্ল্যান্ডের এই কিপারের। দেশের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন। কোলেরাইনের কজওয়ে হাসপাতালে মারা গেলেন গ্রেগ। চেলসি ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর স্মৃতিতে ম্যাচ খেলল কালো ব্যান্ড পরে।