Naro BoliBreaking News 

বাড়ির কর্তাকেই নরবলির চেষ্টা, প্রাণ হাতে পালালেন বৃদ্ধ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অমাবস্যার নিশিরাতে বাড়িতেই নরবলি দেওয়ার অভিযোগ উঠলো স্ত্রী, ছেলে ও মেয়ের বিরুদ্ধে৷ নিজেকে তাদের থেকে ছাড়িয়ে কোনওরকমে পাঁচিল টপকে পালিয়ে প্রাণ বাঁচালেন বৃদ্ধ। এরপরেই বীরভূমের সাঁইথিয়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় বৃদ্ধের স্ত্রী ও মেয়েকে গ্রেফতার করা হলেও ছেলে পালিয়ে গেছে।

ঘটনাটি বীরভূমের সাঁইথিয়ার দশ নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকার। এলাকাবাসীরা সুধাকর সুত্রধর নামের ওই বৃদ্ধকে গত একবছর ধরে এলাকায় দেখতে পাননি, তারা জানতেন বৃদ্ধ সুধাকর বৃন্দাবন গিয়েছেন নাম-সংকীর্তন করতে। কিন্তু এদিন ওই বৃদ্ধ বাড়ির পাঁচিল টপকে বাইরে এসে প্রতিবেশীদের সম্পূর্ণ অন্য কথা জানিয়েছেন। বৃদ্ধের অভিযোগ, গত একবছর ধরে তিনি গৃহবন্দি ছিলেন, অমাবস্যার দিন দেখে তাঁকে বলি দেওয়ার জোগাড় করছিলো তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলে ।

উল্লেখ্য, সুধাকর সূত্রধর বৈষ্ণব হলেও তার স্ত্রী ছেলে মেয়ে বৈষ্ণব নন। তারা বাড়িতেই শ্মশানকালী দেবীর প্রতিষ্ঠা করেছে। আর সেই দেবীকে প্রসন্ন করতেই অমাবস্যার দিন তাকে বলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই বৃদ্ধ। যদিও গ্রেফতারের পর ধৃতরা বলির অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশ বৃদ্ধের পলাতক ছেলের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করে দিয়েছে।

Related posts

Leave a Comment