Blood DonationHealth Others 

সঙ্কট মেটাতে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডে রক্তদান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা বিপর্যয়ে লড়াই করছে রাজ্য। দেশব্যাপী লকডাউন ঘোষিত। এই প্রতিকূল পরিস্থিতিতে রক্ত সঙ্কট মেটাতে আসরে নামল বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রের খবর, গতকাল ওই ওয়ার্ডের দত্তাবাদে রক্তদান করলেন ৩০ জন। কাউন্সিলর নির্মল দত্ত জানিয়েছেন, রক্তদানের সময়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে। এই রক্তদানে বিধায়ক ও দমকলমন্ত্রী উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment