bengamin NetanyahuBreaking News World 

ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু কোয়ারেন্টাইনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোয়ারেন্টাইনে যেতে হল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুকে। সূত্রের খবর, অফিসের এক উচ্চপদস্থ কর্মীর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। যার জেরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ইজরায়েলের প্রধানমন্ত্রী সহ তাঁর ঘনিষ্ঠদেরও।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, করোনা মহামারির মতো ছড়িয়ে পড়েছে, তাই প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন কোয়ারেন্টাইনে যাওয়ার। পাশাপাশি তাঁর সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ কর্মীরাও কোয়ারেন্টাইনে থাকবেন বলে খবর।

অন্যদিকে, ইজরায়েল সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, যে ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে, তিনি গত সপ্তাহে ইজরায়েলের সংসদের অধিবেশনেও হাজির ছিলেন। ইজরায়েল প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত থাকায় সমস্যা বেড়েছে ৷ প্রসঙ্গত, করোনা ভাইরাস মোকাবিলার জন্যই ওই জরুরি অধিবেশন ডাকা হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ও তাঁর ঘনিষ্ঠ কর্মীরাও আইসোলেশনে।

Related posts

Leave a Comment