চিনের হুনান প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।চিন থেকেই এই ভাইরাস ছড়ায়।এই আতঙ্কের মধ্যেই চিনে এবার ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা।সূত্রের খবর, দুর্ঘটনা ঘটার সময় ট্রেনে ৭০০ যাত্রী ছিল। ট্রেনের পাঁচটি কামরা ট্র্যাক থেকে ছিটকে লাইনচুত্য হয়। ট্রেনটির জেনারেটর কারে আগুন লেগে যায় এই দুর্ঘটনায় কমপক্ষে ১২৭ জন আহত হন এবং মৃত্যু হয় একজনের। ট্রেনে ৫৬৩ জন রেলযাত্রী সফর করছিলেন ও ৩৭ জন রেল কর্মীও ছিলেন।চালক গাড়িটিতে ব্রেক দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। কিন্তু তিনি সফল হননি। চিনের হুনান প্রদেশের চেংঝাউ অঞ্চলে এই রেল দুর্ঘটনাটি ঘটে।আরও জানা গিয়েছে, অবিরাম বৃষ্টির জন্য ধসের কারণে এই দুর্ঘটনা।উল্লেখ্য এই দুঘটনার ফলে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়