ফের মানবিকতার নজির লেকটাউন থানা ও লেকটাউন ট্রাফিক গার্ডের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধাননগর সিটি পুলিশের অধীন লেকটাউন ট্রাফিক গার্ড এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত লেকটাউন থানার যৌথ অভিযান। আজ রাত সাড়ে ৮টা নাগাদ বেলেঘাটা থেকে এয়ারপোর্টের দিকে ২টি ট্র্যাক লোক ভরে নিয়ে যাচ্ছিল। লেকটাউন ট্রাফিক এবং লেকটাউন থানা যৌথভাবে অভিযান চালিয়ে ট্র্যাক দুটি শ্রীভূমিতে আটক করে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে যে, তাঁরা সকলেই শ্রমিক শ্রেণির লোক এবং তারা বেলেঘাটা থেকে আসছিল। লকডাউন চলাকালীন পুলিশ আরও একবার মানবিকতার পরিচয় দিল। লেকটাউন থানার আইসি তাদেরকে গ্রেপ্তার না করে বেলেঘাটা থানায় ফোন করে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন এবং ট্র্যাক দুটিকে বেলেঘাটা থানার উদ্দেশ্যে ফেরত পাঠিয়ে দেন।